পুরুষ

প্রশ্ন: খাৎনা করার সময় মুখে মিষ্টি দেয়া হয়, অনুষ্ঠান করা, গানবাজনা করা এবং গোসল দেয়ার সময় বিভিন্ন নিয়ম পালন করা কি জায়েয?

উত্তর : খাৎনা উপলক্ষে উক্ত কাজগুলো পালন করা কুসংষ্কার মাত্র, যা বর্জন করা আবশ্যক। খাৎনা ইসলামী বিধান, যা পালন করা সুন্নাত। এর সাথে কুসংস্কার মিশ্রিত করা অন্যায় (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘ইসলামী বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে খাৎনা করা’ (ছহীহ বুখারী, হা/৫৮৮৯; মিশকাত, হা/৪৪২০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button