পুরুষ
প্রশ্ন: দাড়ি একমুষ্টি রেখে বাকি অংশ কাটা যাবে কি? যেখানে ছহীহ বুখারীর ৫৮৯২ নম্বর হাদীছে এসেছে, ইবনু ওমর (রাযিয়াল্লাহ আনহুমা) সূত্রে নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের উল্টো করবে- দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে। ইবনু ওমর (রাযিয়াল্লাহ আনহুমা) যখন হজ্জ বা ওমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশি থাকত, তা কেটে ফেলতেন। এছাড়া আরো হাদীছ এসেছে। এই বিষয়ে সঠিক সমাধান কী?
উত্তর : দাড়ি একমুষ্টি রেখে বাকি অংশ কাটা যাবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাড়ি ছেড়ে দিতে ও লম্বা করতে নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৫৪৪৩)। আর তিনি নিজেও দাড়ি লম্বা রাখতেন। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দৈর্ঘ্যে-প্রস্থে দু’দিকে দাড়ি ছাঁটতেন মর্মে বর্ণনাটি জাল (তিরমিযী, হা/২৭৬২, সনদ জাল)। আর ইবনু ওমর (রাযিয়াল্লাহ আনহুমা)-এর আমল দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়। কেননা এটা তার ইজতিহাদ ছিল। আর ছাহাবীদের ইজতিহাদ যদি তাদের রেওয়ায়েত তথা হাদীছ বর্ণনার সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তাদের রেওয়ায়েতকে প্রাধান্য দিতে হয় (ফাতাওয়া ওয়া মাক্বালাতুশ শাইখ ইবনু বায, ৮ম খণ্ড, পৃ. ৩৭০)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।