লেনদেন ও ব্যবসা

প্রশ্ন: ঋণগ্রস্ত ব্যক্তির বর্তমানে পরিশোধ করার ক্ষমতা নেই। কিন্তু পাওনাদারদের কাছে মিথ্যা কথা বলতে হয়। এমতাবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ করে ব্যাংকের নিকট ঋণগ্রস্ত থাকা যাবে কি? যদিও এই লোন সূদ যা হারাম। আবার বান্দার হক্বও আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে তওবা করে কি ব্যাংক থেকে লোন নেয়া যাবে?

উত্তর : মিথ্যা বলা কবীরা গুনাহ। আর একটি মিথ্যা থেকে পলায়ন করে অন্য একটি হারাম কাজের আশ্রয় নেয়া যাবে না। ঋণ পরিশোধ করার কোন হালাল পন্থা অবলম্বন করতে হবে। একান্তই কোন পন্থা না পাওয়া গেলে এবং ঋণ পরিশোধের জন্য পাওনাদারদের পক্ষ হতে যথেষ্ট অবকাশ না পেলে যাকাতের সম্পদ গ্রহণ করে ঋণমুক্ত হওয়া বৈধ (সূরা আত-তাওবা : ৬০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button