লেনদেন ও ব্যবসা

প্রশ্ন: আমাদের পূর্ব পুরুষ (তিন পুরুষ আগে) ৪ শতক জমি মসজিদের নামে দান করেছিলেন। আর এই ৪ শতক জমির ৩ শতকের উপর তারা মসজিদ নির্মাণ করেছিলেন। বাকি ১ শতক জমি ফাঁকা পড়েছিল। আমরা একপুরুষ ধরে এই ফাঁকা জায়গাটা (মসজিদের সামনে) পারিবারিক কবরস্থান হিসাবে ব্যবহার করছি। এখন আমরা এই জমির জন্য, আমাদের নিজের জমি থেকে মসজিদকে ১ শতক জমি দান করতে পারব কি? আর কবরস্থান কি এভাবেই চালু রাখব, না-কি তা বন্ধ করে দেবো?

উত্তর : মসজিদের জন্য ওয়াক্বফকৃত জমিতে কবর দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। না জেনে কবর দেয়া হলে সেই কবরকে অন্যত্র স্থানান্তর করতে হবে (ছহীহ বুখারী হা/১৩৫১, ১/১৮০ পৃ., (ইফাবা হা/১২৬৯, ২/৪০৮ পৃ.) ও হা/৪২৮, ১/৬১ পৃ.)। যদি সেটা সম্ভব না হয়, তাহলে মসজিদের জন্য অন্য কোন স্থানে সমপরিমাণ (৪ শতক) জমি নতুনভাবে ওয়াক্বফ করে সেখানে মসজিদ স্থানান্তর করতে হবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘আ ফাতাওয়া, ৩১তম খ-, পৃ. ২১৬-২১৭, ২১৪)। কেননা মসজিদের যেকোন পার্শ্বে কবর থাকলে সেখানে ছালাত আদায় করা যাবে না (আছ-ছামারুল মুস্তাত্বাব, পৃ. ৩৫৭)। বিশেষভাবে পশ্চিম দিকে থাকলে তো সেখানে ছালাত আদায় করাই হারাম। আবূ মারছাদ গানাবী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা কবরের দিকে মুখ করে ছালাত আদায় কর না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২; মিশকাত, হা/১৬৯৮)। আনাস (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত আছে, نَهَى أَنْ يُّصَلِّىَ بَيْنَ الْقُبُوْرِ ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবর সমূহের মধ্যস্থলে ছালাত আদায় করতে নিষেধ করেছেন’ (ছহীহ ইবনু হিব্বান, হা/২৩২২, সনদ ছহীহ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button