লেনদেন ও ব্যবসা

প্রশ্ন: SPC বা এই জাতীয় যত অনলাইনের অর্থ উপার্জনের যেসব ব্যবসা আছে, এগুলিতে অংশগ্রহণ করা কি বৈধ হবে?

উত্তর : SPC (Super power community) ওয়ার্ল্ড এক্সপ্রেস মূলতঃ এম.এল.এম পদ্ধতিতে ব্যবসা করা একটি অনলাইন কোম্পানী। আর এম.এল.এম পদ্ধতির সকল প্রকার ব্যবসা নিষিদ্ধ। কারণ এর মধ্যে চরম প্রতারণা, ধোঁকা, জুয়া ও জনগণের সম্পদের সাথে খেল-তামাশা রয়েছে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৫/২১২-১৮ পৃ.)

এ ধরনের অনলাইন ব্যবসার উদ্দেশ্য হ’ল, নির্দিষ্ট ফী-এর বিনিময়ে কোম্পানীর নতুন নতুন সদস্য সৃষ্টি ও কোম্পানীর এ্যাড দেখার মাধ্যমে কমিশন লাভ করা। এ কারবার থেকে রেফার কমিশন, জেনারেল কমিশন, রয়্যাল কমিশনের নামে পিরামিড সিস্টেমে বহুগুণ কমিশন লাভের প্রলোভন দেখানো হয়। আর দ্রুত লাভের আশায় প্রলুব্ধ মেম্বারদের মাধ্যমে কোম্পানীগুলো এক বিরাট লাভের অংক হাতিয়ে নেয়। এক্ষণে সংক্ষেপে যেসব কারণে এ ধরনের ব্যবসা হারাম তা হ’ল- (১) সূদ (২)প্রতারণা (৩) অস্পষ্টতা (৪) বাতিল পন্থায় মানুষের সম্পদ ভক্ষণ (৫) এক চুক্তির মধ্যে অন্য চুক্তির শর্ত করা (৬) চুক্তিকে শর্তের সাথে ঝুলন্ত রাখা এবং (৭) শ্রম ও ঝুঁকিহীন বিনিময় (ফাতাওয়া লাজনা দায়েমা, ফৎওয়া নং-২২৯৩৫)। অতএব এসব প্রতারণামূলক ব্যবসা থেকে দূরে থাকা জান্নাত পিয়াসী মুমিনের জন্য আবশ্যক (বিস্তারিত দ্র. আত-তাহরীক, মার্চ ২০১২ সংখ্যা, প্রশ্নোত্তর নং ১/২০১)

 

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button