লেনদেন ও ব্যবসা

প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে ফরেক্স ব্যবসা শরী‘আতসম্মত হবে কি?

উত্তর : আমাদের জানা মতে, ফরেক্স ব্যবসা হ’ল বিভিন্ন দেশের মূদ্রা বেচাকেনার ব্যবসা। বিভিন্ন দেশের মুদ্রার মূল্যের মধ্যে প্রতিনিয়ত কমবেশী হয়। তাই লভ্যাংশের ভিত্তিতে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করা জায়েয। তবে এটি নগদে হ’তে হবে (শায়খ বিন বায. মাজমূ‘ ফাতাওয়া ১৯/১৭১-১৭৪)

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি, গমের বদলে গম, লেনদেন (কম-বেশী না করে) একই রকম সমপরিমাণ ও নগদে হ’তে হবে। যখন ঐ বস্ত্তগুলির মধ্যে ভিন্নতা থাকবে তখন নগদে তোমরা ইচ্ছানুযায়ী ক্রয়-বিক্রয় কর’ (মুসলিম, মিশকাত হা/২৮০৮ ‘সুদের বর্ণনা’ অনুচ্ছেদ)

তবে খেয়াল রাখতে হবে, যেন উক্ত ব্যবসার জন্য খোলা একাউন্টে কোন সূদের মিশ্রণ না থাকে। আর যদি এতে কোন প্রতারণা থেকে থাকে, তবে এ থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয়’ (মুসলিম, মিশকাত হা/২৮৬০)

আর অস্পষ্টতা থাকলে তাও বাতিল। রাসূল (ছাঃ) বলেন, ‘তুমি সন্দেহযুক্ত বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হও’ (তিরমিযী, মিশকাত হা/২৭৭৩)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button