ইলম

প্রশ্ন: ইসলামকে শুরু থেকে ধারাবাহিকভাবে জানতে চাইলে কোন্ বইগুলো পড়া উচিত?

উত্তর : প্রত্যেক মুসলিমের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা এবং আল্লাহ সম্পর্কে পূর্ণ ইলম থাকা ফরয (ইবনু মাজাহ, হা/২২৪, সনদ ছহীহ; সূরা আলাক্ব : ১; সূরা মুহাম্মাদ : ১৯)। তাই ইসলামকে জানতে হলে এবং যথাযথ অনুসরণ করতে হলে প্রথমেই পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ পড়তে হবে। কারণ এ দু’টি হল ইসলামের মৌলিক ভিত্তি বা সংবিধান (হাকেম, হা/৩১৮, সনদ হাসান)। এর মাধ্যমেই ঈমান-আক্বীদা, তাওহীদসহ ইসলামের যাবতীয় বিধান সম্পর্কে জানা যাবে। এছাড়া সালাফে ছলেহীনের বুঝ অনুযায়ী কুরআনের তাফসীর ও হাদীছের ব্যাখ্যা পড়তে হবে এবং দ্বীনের মূলনীতি সম্পর্কে জানতে হবে। সাথে সাথে নবী-রাসূলদের জীবনীসহ ইসলামের প্রকৃত ইতিহাস পড়ার চেষ্টা করতে হবে

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button