সিরাত

প্রশ্ন: আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বাবা-মা জান্নাতী নাকি জাহান্নামী?

উত্তর : আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,

أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْنَ أَبِىْ قَالَ فِى النَّارِ فَلَمَّا قَفَّى دَعَاهُ فَقَالَ إِنَّ أَبِىْ وَأَبَاكَ فِى النَّارِ.

‘জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমার পিতা এখন কোথায়? তিনি বললেন, জাহান্নামে। তখন লোকটি চলে যাওয়ার উপক্রম হলে তিনি তাকে ডেকে বললেন, আমার পিতা ও তোমার পিতাও জাহান্নামী’ (ছহীহ মুসলিম, হা/২০৩; আবূ দাঊদ, হা/৪৭১৮)। এমনকি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করারও অনুমতি পাননি (ছহীহ মুসলিম, হা/৯৭৬)। উল্লেখ্য, এ বিষয়ে কোনরূপ বাড়াবাড়ির প্রয়োজন নেই। এমনকি মুসলিম জীবনে এটি জানার গুরুত্বও নেই।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button