হজ্জ ও উমরা
ট্রাফিকজ্যাম, প্রচন্ড ভীড় বা অন্য যে কোন জটিলতার কারণে ফজরের পূর্বে মুযদালিফায় পৌঁছতে না পারলে কী করব?
পথেই মাগরিব এশা পড়ে ফেলবেন। যুক্তিসঙ্গত কারণ থাকায় এ অনিচ্ছাকৃতি ত্রুটির জন্য কোন প্রকার দম দেয়া লাগবে না।
সূত্র: প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা।
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম।