হাদিস ও হাদিসের জ্ঞানসমূহ

হাদীস: যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলল এবং আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয়, তার সাথে কুফরী করল তার জান ও মাল নিরাপদ এবং তার হিসাব আল্লাহর জিম্মায়।

1: লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হলো, আল্লাহ ছাড়া যে সব মূর্তি ও কবরসমূহের পুজা করা হয়, তা অস্বীকার করা।
2: আল্লাহ ব্যতীত অন্য যে সব ইলাহের ইবাদত করা হয় তাদের অস্বীকার না করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা জান ও মালের নিরাপত্তা বিধান করে না। যদিও তার অর্থ জানে ও তদনুযায়ী আমল করে। যতক্ষণ পর্যন্ত তার সাথে আল্লাহ ছাড়া অন্য উপাস্যদের সাথে কুফরী করাকে যোগ করা না হয়।
3: যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস করে এবং প্রকাশ্যে শরী‘আতকে আঁকড়ে ধরে তার থেকে বিরত থাকা ওয়াজিব, যাবত তার থেকে এর পরিপন্থী কোন কিছু প্রকাশ না পায়।
4: কাফির ইসলামে প্রবেশ করলে তার থেকে বিরত থাকা ওয়াজিব, যদিও তার ইসলাম গ্রহণ যুদ্ধাবস্থায় হয়, যতক্ষণ তার থেকে এর পরিপন্থী জানা না যায়।
5: মানুষ কখনো লা ইলাহা ইল্লাল্লাহু বলে; কিন্তু আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় তা অস্বীকার করে না।
6: দুনিয়াতে বাহ্যিক অবস্থার ওপর বিধান কার্যকর হয়। আর আখিরাতে নিয়াত ও উদ্দেশ্যের ওপর কার্যকর হবে।
7: মুসলিমের মাল ও জান হারাম, তবে হকের কারণে হালাল।
8: ইসলামের মর্যাদা প্রমাণিত হয়, যেহেতু ইসলামে তার অনুসারীর জান ও মালের রক্ষাকারী।
9: মুসলিমের মাল নেয়া হারাম। তবে যা ইসলামের বিধান অনুযায়ী ওয়াজিব হয়েছে। যেমন, যাকাত অথবা কোন কিছু নষ্ট করার কারণে জরিমানা।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button