হাদিস ও হাদিসের জ্ঞানসমূহ

হাদীস: যখন কোনো মানুষ তার ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।

আবূ কারীমা মিকদাদ ইবন মা’দী কারিব রাদিয়াল্লাহু ‘আনহু হতে মার‘ফু হিসেবে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মানুষ তার ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।”
[সহীহ] – [এটি তিরমিযী বর্ণনা করেছেন। – এটি নাসাঈ বর্ণনা করেছেন। – এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। – এটি আহমাদ বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা: অসংখ্য হাদীস আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসার দাওয়াত দিয়েছে ও তার সাওয়াবের সংবাদ প্রদান করেছে। আর এ হাদীসিটি একটি গুরুত্বপূর্ণ অর্থের প্রতি ইঙ্গিত দেয়, যা মু’মিনদের একে অপরের সম্পর্কের মাঝে বড় প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যেমন মহব্বতকেও ছড়িয়ে দেয়। আর তা হলো, সে তার ভাইকে জানিয়ে দিবে যে, সে তাকে মুহাব্বত করে। এটি ইসলামী সমাজের মানুষের মধ্যে মহব্বত ছড়িয়ে দিয়ে ও ইসলামী ভ্রাতৃত্ব দ্বারা সামাজিক বন্ধন শক্তিশালী করে সামাজিক ভিত্তিকে ফাটল ও বিচ্ছিন্নতা থেকে রক্ষা করার নির্দেশ দেয়। আর এসব বাস্তবায়িত হয়, মহব্বতের উপকরণসমূহ বাস্তবায়ন করার দ্বারা। যেমন, আল্লাহর জন্যে একে অপরকে মহব্বতকারীর মাঝে মহব্বতের বিষয়টি জানাজানি করা।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button