হাদিস ও হাদিসের জ্ঞানসমূহ

প্রশ্ন: ছহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা দুনিয়া ও নারী জাতি থেকে সাবধান থাক। কেননা বানী ইসরাঈলের উপর প্রথম যে দুর্ঘটনা ঘটেছিল, তা নারীদের মধ্য হতে ঘটেছিল’ (হা/২৭৪২)। বানী ইসরাঈলের সেই নারী কেন্দ্রিক ঘটনা কী ছিল?

উত্তর : উক্ত হাদীছে বানী ইসলাঈলের সেই নারী কেন্দ্রিক ঘটনাটি হল- বানী ইসরাঈলের ‘আমীল নামক ব্যক্তি তার ভাইয়ের ছেলের মেয়ে কিংবা তার চাচার স্ত্রীকে বিবাহ করার জন্য তাদেরকে হত্যা করেছিল অথবা বানী ইসরাঈলের বাল‘আম ইবনু ‘আঊরা নামক ব্যক্তি সর্বদা তার স্ত্রীর আনুগত্য করার কারণে ধ্বংস হয়েছিল এবং অনেক আলেমও এই কারণে ধ্বংস হয়েছিল (ফাইযুল ক্বাদীর, ২য় খণ্ড, পৃ. ২২৬)।

প্রশ্নকারী : নাছিরুদ্দীন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button