জানাযা

প্রশ্ন: মায়ের পেট থেকে মৃত সন্তান জন্ম নিলে তার জানাযা পড়তে হবে কি?

উত্তর : উক্ত বিষয়ে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশ বিদ্বানের বক্তব্য হল, মায়ের পেটে সন্তানের বয়স চার মাস হওয়ার পরে যদি পড়ে যায় বা মারা যায় তাহলে তার জানাযা পড়া যাবে এবং আক্বীক্বাও করা যাবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অপূর্ণাঙ্গভাবে প্রসব হওয়া বাচ্চার জানাযা পড়তে হবে এবং তার পিতা-মাতার জন্য ক্ষমা ও রহমাতের দু‘আ করতে হবে (আবূ দাঊদ, হা/৩১৮০, ছহীহ)।

ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সন্তান যদি জীবিত জন্ম হওয়ার পরই মারা যায় তাহলে তার গোসল জানাযা দেয়ার ব্যাপারে আলেমদের মাঝে কোন মতভেদ নেই’। ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বাচ্চা মায়ের গর্ভে চার মাস অবস্থানের পর নষ্ট হলে তার জানাযা পড়া যাবে’ (মুগনী, ৪র্থ খণ্ড, পৃ. ৪৯৭)। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহু) তাঁর মেয়ের ছেলের জানাযা পড়েছিলেন, যা পড়ে গিয়েছিল (শারহুল কাবীর, ২য় খণ্ড, পৃ. ৩৩৭)। ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ)-এর ছেলে আব্দুল্লাহ তার পিতাকে এমন সন্তানের জানাযার ব্যাপারে প্রশ্ন করেছিলেন । ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মায়ের গর্ভে ৪ মাসের সন্তান হলেও তার জানাযা পড়তে হবে। ছেলে জিজ্ঞেস করেন, যদিও চিৎকার না করে? তিনি বলেন, যদিও চিৎকার না করে (মাসায়েলে ইমাম আহমাদ, ৩য় খণ্ড, পৃ. ১৪০৪)। যদিও কোন কোন বিদ্বান বলেছেন, সন্তান জীবিত জন্ম নিলে জানাযা পড়তে হবে, অন্যথা পড়তে হবে না।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button