প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
প্রশ্ন : রোগ-বালাই থেকে বাঁচার জন্য মাস্ক পরিধান কি তাবীযের উপর নির্ভরশীলতার সাথে তুলনীয় নয়? এটা শিরকের পর্যায়ভুক্ত হবে কি?
উত্তর : তাবীযের সাথে মাস্কের কোন সম্পর্ক নেই। কারণ তাবীয ঝুলিয়ে তার উপরই ভরসা
করা হয়। আর মাস্ক পরে ভাইরাসকে প্রতিহত করার চেষ্টা করা হয়। কারণ ভাইরাস
সাধারণত মুখ ও নাক দিয়ে প্রবেশ করে। এদের ঠেকাতেই মাস্ক ব্যবহার করা। আর
শরী‘আতে সতর্কতা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহ প্রদান করা হয়েছে (মুসলিম হা/২২৩১; মিশকাত হা/৪৫৮১)। অতএব এতে শিরকের কোন বিষয় নেই।
করা হয়। আর মাস্ক পরে ভাইরাসকে প্রতিহত করার চেষ্টা করা হয়। কারণ ভাইরাস
সাধারণত মুখ ও নাক দিয়ে প্রবেশ করে। এদের ঠেকাতেই মাস্ক ব্যবহার করা। আর
শরী‘আতে সতর্কতা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহ প্রদান করা হয়েছে (মুসলিম হা/২২৩১; মিশকাত হা/৪৫৮১)। অতএব এতে শিরকের কোন বিষয় নেই।
সূত্র: মাসিক আত-তাহরীক।