দু'আ, যিকির ও ঝাড়ফুঁক

প্রশ্ন: নৌকা, লঞ্চ, পানি জাহাজে উঠার সময়  بِسْمِ اللَّهِ مَجْراهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ   আয়াতটি পড়ার প্রচলন রয়েছে। এর পক্ষে কোন ছহীহ দলীল আছে কি?

উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি জাল (মুসনাদে আবী ইয়ালাহ, ১২তম খণ্ড, পৃ. ১৫২)। এর সনদে ইয়াহইয়া ইবনু আলা আর-রাযী এবং মারওয়ান ইবনু সালেম নামে দুইজন মিথ্যুক রাবী আছে, যারা হাদীছ জাল করত (সিলসিলাহ যঈফাহ হা/২৯৩২)।

রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জলে ও স্থলে উভয় স্থানে নিম্নের দু‘আ পড়তেন (ছহীহ ইবনে হিব্বান হা/২৬৯৭, সনদ হাসান; ফাতাওয়া শায়খ বিন বায ২৬/১৯৮ পৃঃ)।

سُبۡحٰنَ الَّذِیۡ سَخَّرَ لَنَا ہٰذَا  وَ مَا کُنَّا لَہٗ  مُقۡرِنِیۡنَ . وَ  اِنَّاۤ  اِلٰی  رَبِّنَا  لَمُنۡقَلِبُوۡنَ

‘পবিত্র-মহান সেই সত্তা যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী’ (সূরা যুখরুফ : ১২-১৪)। এরপর হাদীছে বর্ণিত দু‘আ পড়তেন (মুসলিম হা/১৩৪২)। অতএব বাস, ট্রাক, ট্রেন, বিমান, নৌকা, লঞ্চ, পানি জাহাজসহ যেকোন বাহনে ভ্রমণের সময় ছহীহ হাদীছে বর্ণিত দু‘আ পাঠ করতে হবে।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button