দু'আ, যিকির ও ঝাড়ফুঁক

প্রশ্ন: ছালাতে সিজদায় বাংলাতে দু‘আ করা যাবে কি?

উত্তর : ছালাতের মধ্যে কুরআন-হাদীছে বর্ণিত দু‘আগুলো পড়াই উত্তম। এজন্য অর্থসহ দু‘আগুলো মুখস্থ করার চেষ্টা করবে। একান্ত অক্ষম হলে এবং দু‘আ মুখস্থ না থাকলে নিজ নিজ ভাষায় দু‘আ করতে পারে। যদিও এ বিষয়ে আলেমদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে (ফাতাওয়া শায়খ বিন বায, ১১/১৭২ পৃ., ইসলাম সওয়াল ও জওয়াব, ফৎওয়া-২৬২২৫৪)। কারণ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেন, إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيْهَا شَىْءٌ مِنْ كَلَامِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيْحُ وَالتَّكْبِيْرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ ‘নিশ্চয় এই ছালাতের মধ্যে মানুষের কোন কথা জায়েয নয়। ছালাত হল তাসবীহ, তাকবীর এবং কুরআন তেলাওয়াতের ইবাদত’ (ছহীহ মুসলিম, হা/৫৩৭; আবূ দাঊদ, হা/৯৩০; মিশকাত, হা/৯৭৮)। এছাড়া প্রয়োজনে ছালাতের পর একাকী হাত তুলে নিজের ইচ্ছামত নিজ ভাষায়ও দু‘আ করতে পারে (আবূ দাঊদ, হা/১৪৮৮, সনদ ছহীহ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button