পোশাক, সাজসজ্জা ও ছবি

প্রশ্ন: সৌন্দর্য বৃদ্ধির জন্য মহিলা চোখের ভ্রু উঠাতে ও কাটতে পারবে কি?

উত্তর : এটা নিষিদ্ধ ও হারাম। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা‘আলা লা‘নত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি, যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রুর চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে (ছহীহ বুখারী, হা/৪৮৮৬)। তবে বগল ও গুপ্তাঙ্গের লোম উপড়িয়ে ফেলা যাবে (ছহীহ বুখারী, হা/৫৮৮৯, ৬২৯৭; আব্দুল মুহসিন আল-আব্বাদ, শারহু সুনানি আবী দাঊদ, ২৩ তম খণ্ড, পৃ. ৩৫৩-৩৫৪)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button