বিবাহ ও দাম্পত্য

প্রশ্ন: জনৈকা মহিলা স্বামীর অত্যাচারের কারণে অন্য ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করে। আগের স্বামীর কাছ থেকে তালাক নেয়নি এবং নিজে খোলা বা বিবাহ বিচ্ছিন্নও করেনি। বর্তমান সংসারে দু’টি সন্তান আছে। সে পাপ কাজে জড়িত বলে অনুতপ্ত। এখন করণীয় কী?

উত্তর : প্রথম স্বামী থেকে ত্বালাক্ব কিংবা খোলার মাধ্যমে বিচ্ছেদ না হয়ে দ্বিতীয় ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া গুরুতর অপরাধ। আর পরের ব্যক্তির সাথে বিয়েই সাব্যস্ত হয়নি। এ ধরনের বিয়ে বাতিল। কারণ ঐ মহিলা এখনো পূর্বের স্বামীর স্ত্রী। এখন ওয়াজিব হচ্ছে, দ্বিতীয় স্বামী থেকে পৃথক হয়ে যাওয়া। কেননা তার সাথে বসবাস করা হারাম। আর এর থেকে পৃথক হওয়ার জন্য কোন ত্বালাক্ব কিংবা খোলার প্রয়োজন নেই। যেহেতু বিয়েই শুদ্ধ হয়নি। আর সন্তান তাদের বাবার সাথেই সম্পৃক্ত হবে, যেহেতু তাদের ভুল ধারণা ছিল বিয়েটা বিশুদ্ধ। এরপর প্রথম স্বামীর কাছে ফিরে যাবে। তবে সে যদি গ্রহণ না করে তাহলে তার থেকে ত্বালাক্ব চাইবে অথবা খোলা করে নেবে। অতঃপর তিন তুহুর ইদ্দত পালন করার পর চাইলে দ্বিতীয় ব্যক্তির সাথে বিয়ে করতে পারবে। আর তখনই সেটা হবে নতুন বিয়ে (ইসলাম সওয়াল ওয়া জওয়াব, প্রশ্ন নং- ২১৫৯৮১)।

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button