বিবাহ ও দাম্পত্য

প্রশ্ন: পারিবারিক বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে মারধর করে এবং বলে, যা তোকে ছেড়ে দিলাম, ত্বালাক্ব, ত্বালাক্ব, ত্বালাক্ব বলে তিনবার উচ্চারণ করে। ভুল বুঝতে পেরে পরে ক্ষমা চায়। উক্ত ত্বালাক্ব কি সাব্যস্ত হয়েছে?

উত্তর : প্রথমতঃ এই শ্রেণীর লোক কাপুরুষ এবং চরম লজ্জাহীন মূর্খ। তারা শরী‘আতের বিধান নিয়ে খেলা করে। উক্ত ঘটনায় যা ফুটে উঠেছে তা হল, ১. তিন ত্বালাক্ব একসাথেই প্রদান করেছে, যা কুরআন-সুন্নাহ বিরোধী। ২. ত্বালাক্ব রাগান্বিত অবস্থায় দিয়েছে, এটাও হাদীছ বিরোধী। স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদের শারঈ মাধ্যম হল ত্বালাক্ব। আর শরী‘আতে ত্বালাক্ব দেয়ার নির্দিষ্ট নীতিমালা রয়েছে, যা অনুসরণ করেই ত্বালাক্ব সম্পন্ন করতে হয়। তাই কোন ব্যক্তি একসঙ্গে ৩ ত্বালাক্ব দিলে এক ত্বালাক্ব গণ্য হবে (ছহীহ মুসলিম, হা/১৪৭২)। দ্বিতীয়তঃ প্রচণ্ড রাগের কারণে যদি কেউ  স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে এবং উক্ত অবস্থায় ত্বালাক্ব দেয় তাহলে ত্বালাক্ব হবে না (আবূ দাঊদ, হা/২১৯৫, সনদ হাসান; ফাতাওয়া শায়খ বিন বায, ২১তম খণ্ড, পৃ. ২৭৫)। কিন্তু স্বাভাবিক রাগ নিয়ে ত্বালাক্ব দিলে এক ত্বালাক্ব গণ্য হবে (ইসলাম সুওয়াল ও জওয়াব, ফৎওয়া নং ৯৬১৯৪)। অতএব তাদের এক ত্বালাক্ব সংঘটিত হয়েছে। তারা ঘর-সংসার করতে পারবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যেন না হয় তার জন্য সচেতন থাকতে হবে।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button