মৃত্যু
প্রশ্ন : সামাজিক মাধ্যমে মৃত্যু সংবাদ জানানো এবং মৃত ব্যক্তির জন্য দো‘আ চাওয়া শরী‘আতসম্মত কি?
উত্তর : এভাবে মৃত্যু সংবাদ জানানো জায়েয। হাবশার সম্রাট নাজাশী মৃত্যুবরণ করলে
রাসূলুল্লাহ (ছাঃ) তার মৃত্যু সংবাদ মুসলমানদের জানিয়ে দেন এবং মুসলিম হওয়ার কারণে তার জানাযার ছালাত আদায় করেন’ (বুখারী হা/১৩২৭)।
রাসূলুল্লাহ (ছাঃ) তার মৃত্যু সংবাদ মুসলমানদের জানিয়ে দেন এবং মুসলিম হওয়ার কারণে তার জানাযার ছালাত আদায় করেন’ (বুখারী হা/১৩২৭)।
উল্লেখ্য যে, মসজিদের মাইকে বা বাযারে কারু মৃত্যু সংবাদ প্রচার করা জায়েয নয়। তাছাড়া মসজিদের বোর্ডে কারু মৃত্যু সংবাদ লিখে প্রকাশ করাও জায়েয নয়। কেবল জানাযার জন্য পরস্পরকে অবহিত করা জায়েয (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৯/১৪২)।
সূত্র: মাসিক আত-তাহরীক।