আখিরাত বিষয়ক
প্রশ্ন : কবর পাকা করা বা কবরকে সৌন্দর্যমন্ডিত কি হারাম? যদি হারাম হয় তবে রাসূল (ছাঃ)-এর কবর পাকা ও সুসজ্জিত হওয়ার কারণ কি?
উত্তর : কবর পাকা করা ও সুসজ্জিত করা নিষেধ।
জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)
নিষেধ করেছেন, কবরে চুনকাম করতে, এর উপর লিখতে এবং একে পায়ে পদদলিত করতে (তিরমিযী হা/১০৫২ প্রভৃতি; মিশকাত হা/১৭০৯)।
আর এই নির্দেশের কারণে রাসূল (ছাঃ)-এর মূল কবর পাকা করা হয়নি। বরং পাকা করা হয়েছে তাঁর ঘরের দেয়াল। যেহেতু আয়েশা (রাঃ)-এর ঘরকেই রাসূল (ছাঃ)-এর কবরস্থান বানানো হয়, সেহেতু এটি সরাসরি কবর নয়। আর সুসজ্জিত করার বিষয়টি পরবর্তী যুগের শাসকদের কাজ, যার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৫/৩৮৮-৩৮৯; উছায়মীন, আল-কাওলুল মুফীদ ‘আলা কিতাবিত তাওহীদ ১/৩৯৮; মাজমূ‘ ফাতাওয়া ২/১৮০-১৮১ ও ৯/৩২১)।
সূত্র: মাসিক আত-তাহরীক।