আদব ও শিষ্টাচার
প্রশ্ন : ছাহাবীগণের নামে সন্তানের নাম রাখা যাবে কি? যদি অর্থগতভাবে তা পছন্দনীয় না হয়?
উত্তর : ছাহাবীগণের নামে সন্তানের নাম রাখা যাবে। বরং নবী-রাসূল ও সৎ বান্দাদের নামে নাম রাখা
মুস্তাহাব। রাসূল (ছাঃ) নিজ সন্তানের নাম ইবরাহীম (আঃ)-এর নামে রেখেছিলেন (মুসলিম হা.২৩১৫; ছহীহুল জামে‘ হা/৭১২১)।
মুস্তাহাব। রাসূল (ছাঃ) নিজ সন্তানের নাম ইবরাহীম (আঃ)-এর নামে রেখেছিলেন (মুসলিম হা.২৩১৫; ছহীহুল জামে‘ হা/৭১২১)।
যেমন হাদীছে এসেছে, মুগীরা বিন শু‘বাহ (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি যে সময় নাজরান গমন করলাম। তখন সেখানকার ব্যক্তিরা আমাকে জিজ্ঞেস করল, আপনারা পড়েন, يَا أُخْتَ هَارُونَ (হে হারূণের বোন)। অথচ মূসা (আঃ) ছিলেন ঈসা (আঃ)-এর এত দিন আগের! মদীনায় ফিরে এসে আমি রাসূল (ছাঃ)-এর নিকট উক্ত।বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, তারা (ইহূদী-খৃষ্টানরা) তাদের পূর্ববর্তী নবী ও সৎব্যক্তিগণের নামে (শিশুদের) নাম রাখতো (মুসলিম হা/২১৩৫; ছহীহাহ হা/৩৫৮৮)।
জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছাহাবী যুবায়ের ইবনুল আওয়াম (রাঃ) তাঁর নয় সন্তানের নাম বদরী শহীদ ছাহাবীগণের নামে রেখেছিলেন (ত্বাবাকাতে ইবনু সা‘দ ৩/৭৪)।
সূত্র: মাসিক আত-তাহরীক।