আদব ও শিষ্টাচার
প্রশ্নঃ আমি একজন ড্রাইভার। মালিক বাজার করার পর টাকা বেঁচে যায়। তিনি কখনো বকেয়া টাকা ফেরৎ চান না। তাই আমিও ফেরৎ দেই না। এই টাকা আমার জন্য হালাল হবে কি?
উত্তর : মালিকের অজ্ঞাতসারে বা তাকে না জানিয়ে উক্ত টাকা গ্রহণ করা হালাল হবে না। কারণ
মালিক এ ব্যাপারে তাকে অনুমতিও দেননি। অতএব যত টাকা বাঁচবে মালিকের হাতে তুলে দিতে হবে।
মালিক এ ব্যাপারে তাকে অনুমতিও দেননি। অতএব যত টাকা বাঁচবে মালিকের হাতে তুলে দিতে হবে।
রাসূল (ছাঃ) বলেন, যে তোমার কাছে আমানত রেখেছে, তার আমানত তাকে ফেরৎ দাও এবং যে তোমার খেয়ানত করেছে, তুমি তার খেয়ানত করো না’ (তিরমিযী হা/১২৬৪; মিশকাত হা/২৯৩৪; ছহীহাহ হা/৪২৩)।
সূত্র: মাসিক আত-তাহরীক।