আদব ও শিষ্টাচার
প্রশ্ন : চেয়ারে বসে কুরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত আসলে কি বসে থাকা অবস্থাতেই কি সিজদা করা যাবে?
উত্তর : যার সামর্থ্য ও সুযোগ রয়েছে মাটিতে নেমে সিজদা করার সে মাটিতে সিজদা দিবে। আর যে চেয়ারে বসেই ছালাত আদায় করে সে মাথা নীচু করে ইশারায় সিজদা দিবে। আবার
কেউ গাড়িতে থাকলে এবং তেলাওয়াত করলে বা শুনলে ইশারাতেই সিজদা দিবে (নববী, আল-মাজমূ‘ ৪/৭৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/১৬৭)।
কেউ গাড়িতে থাকলে এবং তেলাওয়াত করলে বা শুনলে ইশারাতেই সিজদা দিবে (নববী, আল-মাজমূ‘ ৪/৭৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/১৬৭)।
সূত্র: মাসিক আত-তাহরীক।