আদব ও শিষ্টাচার
প্রশ্ন : হাড়ের তৈরি পাত্রে খাওয়া ও পান করার বিধান কি?
উত্তর : হালাল প্রাণীর প্রক্রিয়াজাত হাড়ের তৈরি পাত্রে খাওয়া ও পান করায় কোন দোষ নেই। কেননা এগুলো মৌলিকভাবে পবিত্র। যারা এগুলোকে অপবিত্র বলেছেন তাদের পক্ষে কোন দলীল নেই (ইবনু তায়মিয়াহ, মাজমুঊল ফাতাওয়া ২১/৯৬-১০৫)।
সূত্র: মাসিক আত-তাহরীক।