সৃষ্টির সূচনা ও অদ্ভুত সব সৃষ্টি

প্রশ্ন: জনৈক আলেম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা আসমান ও যমীন সৃষ্টির এক হাযার বছর পূর্বে সূরা ‘ত্বা-হা’ ও ‘ইয়াসীন’ পাঠ করলেন। তখন ফেরেশতারা শুনে বললেন, ধন্য সেই জাতি, যাদের উপর এটা নাযিল হবে, ধন্য সেই পেট যে সেটা ধারণ করবে এবং ধন্য সেই মুখ যে সেটা উচ্চারণ করবে’। তাঁর উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তর : বর্ণনাটি যঈফ, মুনকার অথবা জাল। এর সনদে ইবরাহীম ইবনুল মুহাজির ও ওমর ইবনু হাফছ ইবনু যাকওয়ান নামে দুইজন পরিত্যক্ত রাবী আছে (সিলসিলা যঈফাহ, হা/৩২৮০ ও ১২৪৮; আল-লাইল মাছনূ‘আহ ফিল আহাদীছিল মাওযূ‘আহ, পৃ. ১৭)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button