যাকাত
প্রশ্ন : আমি একজন ডেকোরেটরের মালিক। আমাকে কি আসবাবপত্রের যাকাত দিতে হবে?
উত্তর : ভাড়ায় ব্যবহৃত ব্যবসায়িক পণ্যে যাকাত নেই (বুখারী হা/১৪৬৪; মুসলিম হা/৯৮২; ইবনুল উছায়মীন, মাজমু‘ ফাতাওয়া ওয়া রাসায়েল ১৮/২০৮)।
যেহেতু ডেকোরেটরের পণ্য ভাড়ায় ব্যবহৃত হয়, অতএব এতে যাকাত নেই। তবে ভাড়া
থেকে প্রাপ্ত সম্পদের উপর যাকাত ধার্য হবে, যদি তা নিছাব পরিমাণ হয়।
সূত্র: মাসিক আত-তাহরীক।