যাকাত
প্রশ্ন : কিছু অর্থ এক বছর যাবৎ জমা আছে। কিন্তু যাকাত প্রদানের পূর্বে আরো কিছু অর্থ জমা হ’ল। এক্ষণে পুরোটার যাকাত দিতে হবে কি?
উত্তর : প্রশ্নমতে পূর্বে জমাকৃত অর্থ যদি নিছাব পরিমাণ হয়, তবে বছরান্তে কেবল উক্ত অর্থেরই
যাকাত দিতে হবে এবং অতিরিক্ত যোগ হওয়া অর্থ নতুনভাবে হিসাব করতে হবে। এরপর যদি পরবর্তী বছরান্ত পর্যন্ত তা জমা থাকে, তবে তার যাকাত একত্রিতভাবে আদায় করতে হবে। কিন্তু উক্ত জমাকৃত অর্থ যদি কোন ব্যবসায়ের লভ্যাংশ থেকে আসে, তবে সে অর্থ মূল সম্পদের সাথে মিলিয়ে একত্রিতভাবে যাকাত দিতে হবে। আর চাকুরীজীবীগণ যদি মাসে মাসে সম্পদ জমা করেন, তবে নিয়ম হল প্রতি মাসে তার সঞ্চয়ের হিসাব রাখবেন। অতঃপর যখন তা নিছাব পরিমাণ হবে ও তার ওপর এক বছর অতিক্রান্ত হবে তখন যাকাত দিবে (ফাতাওয়া লাজনা দায়েমা ৯/২৮০)।
যাকাত দিতে হবে এবং অতিরিক্ত যোগ হওয়া অর্থ নতুনভাবে হিসাব করতে হবে। এরপর যদি পরবর্তী বছরান্ত পর্যন্ত তা জমা থাকে, তবে তার যাকাত একত্রিতভাবে আদায় করতে হবে। কিন্তু উক্ত জমাকৃত অর্থ যদি কোন ব্যবসায়ের লভ্যাংশ থেকে আসে, তবে সে অর্থ মূল সম্পদের সাথে মিলিয়ে একত্রিতভাবে যাকাত দিতে হবে। আর চাকুরীজীবীগণ যদি মাসে মাসে সম্পদ জমা করেন, তবে নিয়ম হল প্রতি মাসে তার সঞ্চয়ের হিসাব রাখবেন। অতঃপর যখন তা নিছাব পরিমাণ হবে ও তার ওপর এক বছর অতিক্রান্ত হবে তখন যাকাত দিবে (ফাতাওয়া লাজনা দায়েমা ৯/২৮০)।
সূত্র: মাসিক আত-তাহরীক।