যাকাত

প্রশ্ন : ব্যাংকে মোটা অংকের অর্থ জমা থাকায় প্রতিবছর যাকাত দিতাম। কিন্তু কয়েক বছর পূর্বে একজনকে তা ঋণ দিয়েছি। এক্ষণে উক্ত সম্পদের যাকাত আমাকে না ঋণ গ্রহীতাকে পরিশোধ করতে হবে?

উত্তর : যাকাত প্রদানের জন্য নিছাব পরিমাণ সঞ্চিত সম্পদ থাকা আবশ্যক (বুখারী হা/১৪৫৯; মুসলিম হা/৯৮০; মিশকাত হা/১৭৯৪) এবং তা এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত (আবুদাঊদ হা/১৫৭৩)

ঋণদাতা ঋণ প্রদানের পর উক্ত সম্পদের মালিক থাকেন না। অতএব তাকে এর যাকাত
দিতে হবে না। তবে যদি ঋণ প্রদান থেকে এক বছরের মধ্যে তা ফেরত পাওয়া যায়,
তাহ’লে সে বছরের হিসাবে যাকাত দিতে হবে। অন্যদিকে ঋণগ্রহীতা পরিশোধ করার আগ
পর্যন্ত উক্ত সম্পদের মালিক থাকেন। যদি তিনি উক্ত টাকা সঞ্চিত রাখেন এবং
তা এক বছর অতিক্রান্ত হয়, তাহ’লে তার যাকাত তিনি দিবেন। আর যদি খরচ করে
ফেলেন, তাহ’লে দিবেন না।

হযরত আয়েশা (রাঃ) বলেন, প্রদত্ত ঋণে কোন যাকাত নেই। যতক্ষণ না সেটি ফেরত পাওয়া যায়’ (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/১০৩৫৯, ১০৩৬৪; মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৭১১৫, সনদ হাসান; ইরওয়া হা/৭৮৪)। হযরত আলী (রাঃ)ও অনুরূপ বলেছেন (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/১০৩৪৭, সনদ ছহীহ; ইরওয়া হা/৭৮৫)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button