যাকাত
প্রশ্ন : যাকাতের অর্থ দিয়ে ইয়াতীমদের জন্য কারিগরি শিক্ষাকেন্দ্র, হাসপাতাল বা বৃদ্ধাশ্রম নির্মাণ করে দেওয়ায় কোন বাধা আছে কি?
উত্তর : ইয়াতীম বা বৃদ্ধ সরাসরি যাকাতের হকদার নন। তবে এদের মধ্যে যারা দুস্থ, অসহায় ও দরিদ্র, কেবল তাদের কল্যাণার্থে ও উন্নতিকল্পে যাকাতের সম্পদ থেকে উপরোক্ত প্রতিষ্ঠানসমূহ নির্মাণ করা যাবে (তওবা ৯/৬০)।
শর্ত হ’ল এসব প্রতিষ্ঠান কেবল এরূপ অসহায়দের কল্যাণেই ব্যবহার করতে হবে এবং সাধারণ মানুষের মাধ্যমে এতে কোন লভ্যাংশ এসে থাকলেও তা উক্ত অসহায়দের কল্যাণেই ব্যবহার করতে হবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।