যাকাত

ফিতরা কি শুধু একজন লোককে দেওয়া যায়; নাকি বণ্টন করতে হবে

প্রশ্নঃ একজনের ফিতরা কি শুধু এক ব্যক্তিকে দিতে হবে; বণ্টন করে দেওয়া কি জায়েয হবে না?

উত্তরঃ আলহামদুলিল্লাহ।

এক ব্যক্তির ফিতরা এক লোককে দেওয়া যেমন জায়েয তেমনি একাধিক ব্যক্তির মাঝে বণ্টন করাও জায়েয।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সূত্রঃ islamqa.info

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button