রোজা / সিয়াম

ঈদের স্বলাতে কোন আযান ও ইকামাত নেই

প্রশ্ন : ঈদের স্বলাতে কোন আযান ও ইকামাত নেই এ বিষয়ে দলীল আছে কি?

উত্তর : হাঁ, দলীল আছে।
(১) ইবনে আব্বাস ও জাবের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন,
لَمْ يَكُنْ يُؤَذِّنْ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الأَضْحٰى
(রাসূল (ﷺ)’র যামানায়) ঈদুল ফিতর ও ঈদুল আযহার স্বলাতে আযান দেয়া হতো না। (বুখারী)
(২) জাবের ইবনে সামুরা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
صَلَّيْتُ مَعَ رَسُوْلِ اللهِ -صلى الله عليه وسلم- الْعِيْدَيْنِ غَيْرَ مَرَّةٍ وَلاَ مَرَّتَيْنِ بِغَيْرِ آذَانٍ وَلاَ إِقَامَةٍ
আমি বহুবার রাসূলে কারীম (ﷺ)’র সাথে দু’ ঈদের স্বলাত আদায় করেছি কোন আযান ও ইকামাত ছাড়াই। (মুসলিম)

সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button