প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা
প্রশ্ন : আসমাউল হুসনা বা আল্লাহুর গুণবাচক নামসমূহ মুখস্থ করা কি আবশ্যিক?
উত্তর : আসমাউল হুসনা মুখস্থ করা আবশ্যিক নয়, বরং এগুলির মর্ম অনুধাবন করা আবশ্যিক।
রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তা‘আলার নিরানববইটি অর্থাৎ এক কম একশ’টি নাম আছে। যে ব্যক্তি এগুলি মুখস্থ করে রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে’ (বুখারী হা/৬৪১০; মুসলিম হা/২৬৭৭)।
এর অর্থ হ’ল ঐ নামগুলি অর্থ সহ মুখস্থ করবে পূর্ণ ঈমান ও আনুগত্যের সাথে এবং আল্লাহর উপর অটুট নির্ভরতার সাথে (ফাৎহুল বারী)।
উছায়মীন বলেন, এর অর্থ হ’ল এগুলি মুখস্থ করা, মর্ম অনুধাবন করা, নামের উদ্দেশ্য বুঝে আমল করা এবং সে অনুযায়ী আল্লাহর নিকট দো‘আ করা (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১/১২৩)।
আল্লাহ বলেন, ‘আল্লাহর জন্য সুন্দর নাম সমূহ রয়েছে। সেসব নামেই তোমরা তাঁকে ডাক..’ (আ‘রাফ ৭/১৮০)।
সূত্র: মাসিক আত-তাহরীক।