তাওহীদ
প্রশ্ন: তিনটি মূলনীতি সম্পর্কে জ্ঞানলাভ করা মানুষের অবশ্য কর্তব্য তা কী?*
উত্তর: সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।
তিনটি মূলনীতি হলো;
(১) বান্দাহ তার প্রতিপালক সম্পর্কে জ্ঞান লাভ করবে
(২) বান্দাহ দীন সম্পর্কে জ্ঞান লাভ করবে
(৩) আল্লাহর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে।
*(হাশিয়াতু সালাসাতু উসুল থেকে সংগৃহীত।)
সূত্রঃ প্রশ্নোত্তরে তাওহীদ
লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী