রোজা / সিয়ামসালাত / নামায
প্রশ্ন:- তারাবীহর নামাজ ৮ রাকাত কি দুই রাকাত করে পড়তে হয় নাকি চার রাকাত করে পড়তে হয়?
উত্তর: ফরয ছাড়া রাত ও দিনের অন্য সকল প্রকার সালাত দু রাকআত দু রাকআত করে পড়া উত্তম।
সুতরাং তারাবীহ এর সালাত দু দু রাকআত করে পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবী, তাবেঈ প্রমূখগণ এভাবেই পড়তেন।
——————-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী