রোজা / সিয়াম
প্রশ্ন : রামাযানে ছিয়াম রাখতে না পারলে সারা মাসের ছিয়ামের ফিদ্ইয়াস্বরূপ হোটেলে এক বেলা ৩০ জন মিসকীনকে খাইয়ে দিলে যথেষ্ট হবে কি? ফিদ্ইয়া কি রামাযানের মধ্যে না রামাযানের পর আদায় করলেও চলবে?
উত্তর : অতিবৃদ্ধ, গর্ভবতী, দুগ্ধদায়িনী মা বা চিররোগী ব্যক্তি ফিদ্ইয়া হিসাবে দৈনিক সিকি ছা‘ (৬২৫ গ্রাম) চাউল বা গম মিসকীনকে প্রদান করবে। অথবা একদিনে ৩০ জন মিসকীনকে খাওয়াবে। চাই সেটা বাড়িতে খাবার বানিয়ে হৌক বা হোটেলে হৌক।
আনাস (রাঃ) বার্ধক্যজনিত কারণে ছিয়াম রাখতে না পারলে রামাযানের শেষ দিনে ত্রিশ জন মিসকীনকে গোশত-রুটি খাইয়েছিলেন (ইবনু কাছীর, তাফসীর বাক্বারাহ ১৮৪ আয়াত)।
এই ফিদইয়া রামাযান মাসের মধ্যে আদায় করা মুস্তাহাব। তবে সঙ্গত কারণে পরে দেওয়াতেও কোন বাধা নেই। অতএব কেউ রামাযানের পরে আদায় করলেও জায়েয হবে (যাকারিয়া আনছারী, আসনাল মাত্বালিব ১/৪৩০)।
ফিদইয়া বেশী দেওয়াতেও কোন বাধা নেই। বরং উত্তম। আল্লাহ বলেন, ‘যদি কেউ স্বেচ্ছায় বেশী দেয়, তবে সেটা তার জন্য উত্তম হবে’ (বাক্বারাহ ১৮৪)।
সূত্র: মাসিক আত-তাহরীক।