রোজা / সিয়াম

প্রশ্ন: তারাবীর নামাজ কত রাকাত পড়া সুন্নত?

রামাযান ও তারাবীহ সংক্রান্ত কতিপয় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) তারাবীর নামাজ কত রাকাত পড়া সুন্নত?

২) সুন্নত নামাজে কি ৪ রাকাতেই সুরা মিলাতে হয়?

৩) তারাবীহ এর ৪ রাকাতে বসে বসে কি কি দোয়া করব অথবা মুনাজাত বা জিকির করবো?

৪) রমজানে কি কবরের আযাব মাফ থাকে?

৫) সহবাসে যদি রোজা ভাঙ্গে তবে কী করতে হয়?

৬) অতীতে ফরয রোজা কারণ বশত: ছুটেছে। এখন কি যে কোন সময় তা কাযা করতে পারব?

৭) রমজান মাসে কি তাহাজ্জুদ পড়তে হয়?

উত্তর: ১) তারাবীহ এর সালাত ৮ রাকাআত পড়া উত্তম। তবে ২০ রাআত পড়া জায়েয।

ইচ্ছে করলে তার কম ও বেশি করা যেতে পারে আগ্রহেরে উপর ভিত্তি করে।

২) সুন্নাত নামায দু রাকাআত দু রাকাআত করে পড়া অধিক উত্তম।

তবে যোহরের পূর্বে কখনো কখনো দুই তাশাহুদে চার রাকআত পড়া জায়েয আছে।

এ ক্ষেত্রে ফরজ ও সুন্নতে নিয়ত ও একামত ছাড়া আর কোন পার্থক্য নাই। সুতরাং পরের দু রাকাআতে কেবল সূরা ফাতিহা পাঠ করবেন; অন্য কোন সুরা মিলাবেন না।

৩) প্রতি দু রাকআত পরে সালাম ফিরানোর পর পাঠ করবেন:
ﺃَﺳْـﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪ، ﺃَﺳْـﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪ، ﺃَﺳْـﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪ . ﺍﻟﻠّﻬُـﻢَّ ﺃَﻧْـﺖَ ﺍﻟﺴَّﻼﻡُ ،ﻭَﻣِـﻨْﻚَ ﺍﻟﺴَّﻼﻡ ، ﺗَﺒﺎﺭَﻛْﺖَ ﻳﺎ ﺫﺍ ﺍﻟﺠَـﻼﻝِ ﻭَﺍﻹِﻛْـﺮﺍﻡ

এছাড়াও অন্যান্য দুআ-তাসবীহ পাঠ করা যাবে।
তবে প্রতি চার রাকআত পরপর “সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতে…” এ দুআ পাঠ করার ব্যাপারে কোন হাদিস এসেনি।

তাই নিয়ম করে তা পাঠ করা বিদআত।

৪) রামযানে কবরের আযাব মাফ থাকে-এ কথা সঠিক নয়।

৫) রোযা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করলে তার জন্য তওবার পাশাপাশি কাফফারা হল,।

✪ ক. একটি গোলাম আযাদ করা।

✪ খ. তা সম্ভব না হলে ধারাবাহিকভাবে দুমাস রোযা থাকা।

✪ গ. তাও সম্ভব না হলে ৬০ জন গরীব-মিসকিনকে খাবার খাওয়ানো।

৬) ওজর বশত: রোযা ছুটে গেলে করণীয় হল, সেগুলো পরবর্তী রোযা আসার পূর্বে যে কোন সময় কাযা করে নেয়া।

৭) রাযাযানে তারাবীহ পড়াই যথেষ্ট। তবে কেউ ইচ্ছে করলে শেষ রাতে তাহাজ্জুদও পড়তে পারে। আল্লাহু আলাম।

◆◆◆◆◆❖❖❖◆◆◆◆◆◆
উত্তর প্রদানে:
শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
fb/AbdullaahilHadi
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মাহবুব বিন আনোয়ার

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ আমি যদিও একজন জেনারেল পড়ুয়া ছাত্র তাই আমার পক্ষে ভুল হওয়া অসম্ভব কিছু না, আমি ইসলামী শরীইয়াহ বিষয়ক জ্ঞান অর্জনের চেষ্টা করছি এবং এর সাথে মানুষ কে রাসুল (সা:) এর হাদিস এবং আমাদের সালফে সালেহীনদের আদর্শের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। যদি আমার কোন ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সেটা আমাকে জানাবেন যাতে আমি শুধরে নিতে পারি।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button