রোজা / সিয়াম
প্রশ্ন : ছিয়াম অবস্থায় তরকারীর স্বাদ চেখে দেখলে ছিয়ামের কোন ক্ষতি হবে কি?
উত্তর : না। তবে স্বাদ চাখার সময় যাতে কণ্ঠনালীতে প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
ইবনু আববাস (রাঃ) বলেন, ছিয়াম অবস্থায় ঝোল বা কোন বস্ত্তর স্বাদ আস্বাদনের সময় হলক্ব বা কণ্ঠনালীতে প্রবেশ না করলে কোন ক্ষতি নেই’ (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, ইরওয়াউল গালীল হা/৯৩৭, সনদ হাসান, ৪/৮৬ পৃঃ)।
সূত্র: মাসিক আত-তাহরীক।