রোজা / সিয়াম
প্রশ্ন : চাঁদ উঠেছে এই ধারণায় ছিয়াম রাখি। কিন্তু পরেরদিন যদি জানতে পারি যে চাঁদ উঠেনি। সেক্ষেত্রে আমার করণীয় কি?
উত্তর : নিশ্চিত হ’লে ছিয়াম ছেড়ে দিতে হবে এবং ৩০ শা‘বান পূর্ণ করতে হবে। কেননা
সন্দেহের উপর ছিয়াম পালন করা জায়েয নয়। আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন,
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘চাঁদ না দেখা পর্যন্ত তোমরা ছিয়াম ও ইফতার করবে
না। যদি মেঘের কারণে চাঁদ না দেখা যায়, তবে তোমরা শা‘বানের ত্রিশ দিন
পূর্ণ কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৯৬৯)।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘চাঁদ না দেখা পর্যন্ত তোমরা ছিয়াম ও ইফতার করবে
না। যদি মেঘের কারণে চাঁদ না দেখা যায়, তবে তোমরা শা‘বানের ত্রিশ দিন
পূর্ণ কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৯৬৯)।
সূত্র: মাসিক আত-তাহরীক।