রোজা / সিয়াম

সওম অবস্থায় খাদ্যের স্বাদ নেয়ার বিধান

প্রশ্নঃ সওম অবস্থায় খাদ্যের স্বাদ নেয়ার বিধান কি?

✔ উত্তরঃ প্রয়োজন ছাড়া এরূপ করা মাকরূহ। কিন্তু এরূপ করলে সওম নষ্ট হবে না। আর যদি প্রয়োজনের কারণে হয় তবে তা কুলি করার মত। তাতে কোন ক্ষতি হবে না। –

সুত্রঃ ইবনু তাইমিয়া (রঃ)

অনুবাদঃ মুহাঃ আবদুল্লাহ্ আল কাফী বিন আব্দুল জলীল
সম্পদনা: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button