রোজা / সিয়াম
ফজরের পর পরই হায়েয থেকে পবিত্র হয়, তবে কি সে উক্ত দিন সওম রাখবে, না কি উক্ত দিনের সওম ক্
প্রশ্নঃ কোন নারী যদি ফজরের পর পরই হায়েয থেকে পবিত্র হয়, তবে কি সে উক্ত দিন সওম রাখবে, না কি উক্ত দিনের সওম ক্বাযা করবে?
✔ উত্তরঃ কোন নারী যদি ফজরের সময় বা তার সামান্য পূর্বে হায়েয থেকে পবিত্র হয়, তবে সে সে দিনের সওম পালন করবে এবং তা বিশুদ্ধ হবে, ফরয সওমের জন্য যথেষ্ট হবে, যদিও সে ফরয গোসল না করে থাকে। তবে যদি ফজর সুস্পষ্ট হওয়ার পর পবিত্র হয় তাহলে সে দিন সওম আদায় করা থেকে বিরত থাকবে এবং রামাযান শেষে তার ক্বাযা আদায় করবে। –
সুত্রঃ ইবনু বায (রঃ)
অনুবাদঃ মুহাঃ আবদুল্লাহ্ আল কাফী বিন আব্দুল জলীল
সম্পদনা: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল