রোজা / সিয়াম

অনেকদিনের কাজা সাওম রাখার বিধান

প্রশ্নঃ আমার বয়স তখন ১৩। রামাযানের সওম পালন করছি। কিন্তু হায়েযের কারণে ৪ দিন সওম আদায় করিনি। আর লজ্জার কারণে কাউকে এব্যাপারে বলিও নাই। এভাবে ৮ বছর পার হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে?

✔ উত্তরঃ এত দীর্ঘ সময়ে উক্ত সওম ক্বাযা আদায় না করে তুমি বিরাট ভূল করেছ। কেননা এব্যাপারটা তো আল্লাহ আদম সন্তানের নারীদের উপর লিখে দিয়েছেন। আর দ্বীনের বিষয় জানার ব্যাপারে লজ্জা করা কোন মানুষের জন্য উচিত নয়। এখন তোমার উপর আবশ্যক হল খুব দ্রুত উক্ত চার দিনের ক্বাযা আদায় করা এবং সেই সাথে কাফ্ফরাও প্রদান করা। আর তা হল, প্রতি দিনের বিনিময়ে এলাকার প্রধান খাদ্য থেকে এক ছা’ পরিমাণ খাদ্য মিসকিনকে প্রদান করা। –

সুত্রঃ শায়েখ ইবনু বায (রঃ)

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button