রোজা / সিয়াম

মাসিক সময়ের চেয়ে বেশি রক্ত দেখা গেলে করনিয়

প্রশ্নঃ আমার মাসিক ঋতু (Menses) প্রতিমাসে ৭ দিন। কোন কোন মাসে এ দিনগুলোর বাইরেও রক্ত দেখা যায়। কিন্তু তুলনা মুলক কম। আর তা এক থেকে দু দিন পর্যন্ত থাকে। এসময় কি আমার উপর স্বলাত সওম করা আবশ্যক না ক্বাযা করা আবশ্যক?

✔ উত্তরঃ স্বাভাবিকের অতিরিক্ত এ রক্ত রগ থেকে বের হয়, তা নির্ধারিত মাসিকের অন্তর্গত নয়। যে নারী তার মাসিক সম্পর্কে ভালভাবে অবগত সে নির্দিষ্ট দিনগুলোতেই শুধু ১)স্বলাত সওম থেকে বিরত থাকবে, ২)কুরআন মাজিদ স্পর্শ করবে না এবং ৩)স্বামী সহবাসে লিপ্ত হবে না। যখন সে পবিত্র হবে তথা নির্দিষ্ট দিন শেষ হয়ে গোসল করবে তখন সে পবিত্র হিসেবে গণ্য হবে। এরপরও যদি কোন রক্ত বা হলুদ বা মেটে রঙের পানি নির্গত হতে দেখে তবে তা ইস্তেহাযা হিসেবে গণ্য হবে। আর একারণে স্বলাত সওম পরিত্যাগ করবে না। –

সুত্রঃ শায়েখ ইবনু বায (রঃ)

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button