রোজা / সিয়াম
অপবিত্রাবস্থায় বা মাসিক অবস্থায় দ্বীনী বই পুস্তক
প্রশ্নঃ অপবিত্রাবস্থায় বা মাসিক অবস্থায় কি দ্বীনী বই পুস্তক যেমন কুরআনের তাফসীর ইত্যাদি পড়তে পারব?
উত্তরঃ নাপাক ব্যক্তি এবং ঋতুবতীর জন্য দ্বীনী কিতাব যেমন তাফসীর, ফিকাহ্, হাদীছ, তাওহীদ, ইসলামী সাহিত্য প্রভৃতি বই পুস্তক পড়া জায়েয। তার জন্য শুধু নিষেধ হল কুরআন তেলাওয়াত করা। কিন্তু কুরআনের কোন দু’আ বা দলীল পেশ করার জন্য কোন আয়াত উচ্চারণ করা এ নিষেধের অন্তর্ভূক্ত নয়। –
সুত্রঃ শাইখ ইবনু বায (রঃ)
অনুবাদঃ মুহাঃ আবদুল্লাহ্ আল কাফী বিন আব্দুল জলীল
সম্পদনা: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল