রোজা / সিয়াম

মহিলা রামাযান মাসে সন্তান প্রসব করার কারণে সওম পালনের বিধান

প্রশ্নঃ জনৈক মহিলা রামাযান মাসে সন্তান প্রসব করার কারণে সওম পালন করে নাই। রামাযানের পরও দুধের শিশুর ক্ষতির আশংকায় তা ক্বাযা আদায় করতে পারে নাই। ইতমধ্যে সে গর্ভবতী হয়ে যায় এবং পরবর্তী রামাযানে আবার বাচ্চা প্রসব করে। এখন কি তার ক্বাযা সওমের বদলে কিছু অর্থ বিতরণ করলে জায়েয হবে?

✔ উত্তরঃ এ মহিলার উপর ওয়াজিব হল, যে দিনগুলোর সওম সে পরিত্যাগ করেছে তার ক্বাযা আদায় করা- যদিও পরবর্তী রামাযানের পর সে তা আদায় করে। কেননা দু রামাযানের মধ্যবর্তী সময়ে সে ওযরের কারণে ক্বাযা আদায় করতে পারে নি। আমি মনে করি শীতকালে বাচ্চাকে দুধ পান করানের সাথে সাথে যদি সে এক দিন পর পর সওম পালন করে তবে তেমন কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহই তাকে শক্তি দান করবেন এবং পরবর্তী রামাযানের সওমও সে আদায় করতে পারবে। একান্ত যদি নাই পারে তবে পরবর্তী রামাযানের পর ক্বাযা আদায় করলে কোন ক্ষতি হবে না। (কিন্তু সওমের বদলে খাদ্য প্রদান বা ফিদিয়া দেয়া বৈধ হবে না।) –

সুত্রঃ শাইখ ইবনু ঊছাইমীন (রঃ)।

অনুবাদঃ মুহাঃ আবদুল্লাহ্ আল কাফী বিন আব্দুল জলীল
সম্পদনা: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button