রোজা / সিয়াম
যারা আরাফাতের মাঠে হাজ্জ পালনরত থাকবে তাদের সিয়াম পালনের বিধান
প্রশ্ন : যারা আরাফাতের মাঠে হাজ্জ পালনরত থাকবে তারাও কি এ সওম পালন করবে?
উত্তর : আলহামদুলিল্লাহ্।
না, তারা এ সওম পালন করবে না। নাবী (ﷺ) হাজ্জ পালন অবস্থায় এ দিনে রোযা রাখনেনি। হাজ্জের পরবর্তী কার্যক্রম সম্পাদরেন শক্তি অর্জনের জন্য এ দিনে হাজীদের রোযা না রাখার মধ্যে সওয়াব বেশী।
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব