রোজা / সিয়াম
আশুরার দিনের সওমের ফযীলত
প্রশ্ন : আশুরার দিনের সওমের ফযীলত?
উত্তর : আলহামদুলিল্লাহ্।
(ক) সাহাবী আবূ কাতাদাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত,
سُئِلَ عَنْ صِيَامِ يَوْمِ عَاشُوْرَاءَ فَقَالَ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ
এক প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার মর্মার্থ হলো :
আশুরার একদিনের সওম বিগত এক বছরের গুনাহের কাফফারা হিসেবে গৃহীত হয়। (মুসলিম)
(খ) আবূ কাতাদাহ থেকে বর্ণিত অন্য এক হাদীসে রাসূল (ﷺ) বলেছেন,
صِيَامُ يَوْمِ عَاشُوْراَءِ أَحْتَسِبُ عَلٰى اللهِ أَنْ يُكَفِّرُ السَّنَةَ الَّتِيْ قَبْلَهُ
আমি আশা করছি, আশুরার দিনের সওমকে আল্লাহ তা’আলা বিগত এক বছরের গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করে নেবেন। (মুসলিম)
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব