রোজা / সিয়াম
রাসূল (ﷺ) কতবার ই’তিকাফ করেছেন?
প্রশ্ন : রাসূল (ﷺ) কতবার ই’তিকাফ করেছেন?
উত্তর : আলহামদুলিল্লাহ্।
প্রত্যেক রমাযানেই তিনি শেষ দশ দিন ই’তিকাফ করতেন। কিন্তু জীবনের শেষ রমযানে তিনি ই’তিকাফ করেছিলেন ২০ দিন। এভাবে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন বছরই তিনি ই’তিকাফ থেকে বিরত থাকেননি। (বুখারী)
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব