রোজা / সিয়াম
বিশেষ প্রয়োজনে ই’তিকাফ অবস্থায় মাসজিদ থেকে বের হতে পারবে কি?
প্রশ্ন : বিশেষ প্রয়োজনে ই’তিকাফ অবস্থায় মাসজিদ থেকে বের হতে পারবে কি?
উত্তর : আলহামদুলিল্লাহ্।
মাসজিদের গণ্ডির মধ্যে ব্যবস্থা না থাকলে শুধুমাত্র মানবিক প্রয়োজনে প্রস্রাব-পায়খানা, খাওয়া-দাওয়া ও পবিত্রতা অর্জনের জন্য মাসজিদ থেকে বের হওয়া জায়েয আছে,
দলীল :
عَنْ عَائِشَةَ قَالَتْ : كَانَ النَّبِيُّ -صلى الله عليه وسلم- إِذَا اعْتَكَفَ لاَ يَدْخُلُ الْبَيْتَ إِلاَّ لِحَاجَةِ الإِنْسَانَ
তবে মাসজিদে এসব ব্যবস্থা থাকার পর যদি কেউ বাইরে যায় তাহলে ই’তিকাফ ভঙ্গ হয়ে যাবে।
ই’তিকাফ অবস্থায় এক রাতে রাসূল (ﷺ) তাঁর স্ত্রী সাফিয়া ˆ কে ঘরে পৌঁছিয়ে দিয়ে এসেছিলেন। (বুখারী)
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব