রোজা / সিয়াম
ই’তিকাফ ভঙ্গ হওয়ার কারণ
প্রশ্ন : কী কী কারণে ই’তিকাফ ভঙ্গ হয়ে যায়?
উত্তর : আলহামদুলিল্লাহ্।
নিম্ন বর্ণিত যে কোন একটি কাজ করলে ই’তিকাফ ভঙ্গ হয়ে যাবে।
১. স্বেচ্ছায় বিনা প্রয়োজনে মাসজিদ থেকে বের হলে
২. কোন শির্ক বা কুফরী কাজ করলে।
৩. পাগল বা বেঁহুশ হয়ে গেলে।
৪. নারীদের হায়েয-নিফাস শুরু হয়ে গেলে।
৫. স্ত্রীসহবাস বা যে কোন প্রকার যৌন সম্ভোগ করলে।
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব